Whatsaap

22 June 2021

Model activity task class 3 poribesh part 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 3 পরিবেশ part 2

 Model activity task class 3 Amader poribesh part 2 answers



⏭ নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :

(১) নিমপাতা খেলে কি উপকার পাওয়া ?

উত্তরঃ নিমপাতা খেলে আমাদের শরীরে খোস – পাঁচরা হয় না।  

(২) " কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল " – এমন দুটো উদাহরণ দাও।

উত্তরঃ এঁচোড় বা কাঁঠাল, পেঁপে।

(৩) প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে কি দেখে নেওয়া দরকার এবং কেন ?

উত্তরঃ প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে প্যাকেটের ওপর লেখা তারিখটি আগে ভালো করে দেখে নিতে হবে কারণ প্যাকেট করা খাবার দু-তিন মাস ভালো থাকে।  তাই তারিখ দেখে জেনে নিতে হবে কত দিনের মধ্যে খাবারটি খাওয়া উচিত। তানাহলে ঐ নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়া পর ওই খাবারটি খেলে আমাদের শরীরে নানা রকম অসুখ হতে পারে।

(৪) শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কোন কোন বিষয়ে মিল আছে লেখ।


উত্তরঃ প্রথমত : মানুষের মতো শিম্পাঞ্জিরও দুটো হাত আছে এরা এদের হাত দুটো মানুষের মতো ব্যবহার করে খাবার খেতে পারে।

দ্বিতীয়ত : মানুষের মতো শিম্পাঞ্জির দুটো পা আছে এরা মানুষের মত এদের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে পারে।

(৫) দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম লেখ।


উত্তরঃ দই, আইসক্রিম, মিষ্টি বা রসগোল্লা।

 




0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.