WBB GUIDE NOTES

Grab Your Seat… Ensure Your Job…. For Details Contact

WBB GUIDE NOTES

Grab Your Seat… Ensure Your Job…. For Details Contact

WBB GUIDE NOTES

Online learning is rapidly becoming one of the most cost-effective ways to educate the world's rapidly expanding workforce.

WBB GUIDE NOTES

Education is the movement from darkness to light.

WBB GUIDE NOTES

Online learning can be a lifeline to those who have obstacles, such as geographical distances or physical disabilities.

WBB GUIDE NOTES

Learning together even when we are apart.

WBB GUIDE NOTES

ONLINE EDUCATION IS LIKE A RISING TIDE, IT'S GOING TO LIFT ALL BOATS.

Whatsaap

23 June 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 4 বাংলা উত্তর part 2 Model activity task class 4 bengali part 2 answer

 model activity task class 4 bengali part 2 answer

 

১. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 

(১.) ‘ সন্দেহ নেই মাত্র ‘ – কোন বিষয়ে কবির কোন সন্দেহ নেই ?

উত্তরঃ এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সে সব কৌতুহল,

সন্দেহ নেই মাত্র।


(১.) ‘ নরহরি দাসগল্পে বাঘ, শিয়াল আর ছাগলছানা কে তোমার কেমন লেগেছে। 


উত্তরঃ নরহরি দাসগল্পে বাঘ, শিয়াল আর ছাগলছানা কে আমার খুব ভালো লেগেছে। এই গল্পে ছাগল ছানা ছিল খুব বুদ্ধিমতি। বাঘ ছিল খুব সাহসী।  আর শিয়াল ছিল খুব ভীতু।  তাই এই গল্পে আমার এই তিনজনের চরিত্র খুব ভালো লেগেছে। 


(১.) ‘ স্কুলের হল ঘরে তাবু খাটানো দুই তিন দিন পরে ঘটনাটা ঘটেছিল ‘ – কোন ঘটনার কথা বলা হয়েছে ?

উত্তরঃ যে ঘটনাটি কথা বলা হয়েছে সেটি হলসেদিন তোত্তো-চান ইয়াসুয়াকি – চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল একথা তাদের দুজনের বাবা-মা কেউ জানতো না।


(১.) ‘ আম বাগিচার তলায় যেন তারা হেসেছে ‘ – কথা বলা হয়েছে কেন ?


উত্তরঃ আম বাগিচার তলায় যেন তারা হেসেছে  কথা বলা হয়েছে কারণনূরী, পুষি, আয়েশা, শফি সবাই এসেছে। তাই আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। 


(১.) ‘ বিচিত্র সাধকবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কিভাবে ধরা পড়েছে ?

উত্তরঃ একটু বেশি রাত হতে না হতে বক্তার মা তাকে ঘুম পাড়িয়ে দিতে চান। তখন জানালা দিয়ে বক্তা দেখেন রাতের বেলায় গলি অন্ধকার হয়ে গেছে। পথে লোকজন বেশি দেখা যায় না।  গলির গ্যাসের আলো মিটমিট করে জ্বলে।  সেই সময় হাতে লন্ঠন ঝুলিয়ে পাগড়ী মাথায় পাহারাওলা বাড়ির দরজায় দাঁড়িয়ে বাড়ি পাহারা দেয়।  রাত দশটা এগারোটা বেজে গেলেও তাকে কেউ কিছু বলে না। 

 

. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 

(২.) , , কে উষ্ণ ধ্বনি বলা হয় কেন ?

উত্তরঃ , , কে উচ্চারণ করতে শ্বাসবায়ু বেশি লাগে।  তাই এদের উষ্ণ ধ্বনি বলা হয়। 


(২.অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি উদাহরণ দাও। 

উত্তরঃ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ, গ। 

মহাপ্রাণ ধ্বনির উদাহরণ, ঘ। 

(২.) স্তম্ভ মেলাও। 

উত্তরঃ  - বর্গ = কণ্ঠ, - বর্গ = তালু, - বর্গ = মূর্ধা, - বর্গ = দন্ত, - বর্গ = ওষ্ঠ।

 





Model activity task class 4 bengali part 1 2021 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 4 বাংলা উত্তর part 1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 4 বাংলা উত্তর part 1

https://www.youtube.com/c/WBBGUIDENOTES





 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

(১) ” গর্তের ভিতর কে ” – এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল ?

উত্তরঃ লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস। 

(২কিভাবে ইয়াসুয়াকিচান টেলিভিশন যন্ত্রটির সঙ্গে তোত্তো-চান এর পরিচয় ঘটিয়েছিল ?

উত্তরঃ ইয়াসুয়াকি – চান এর দিদি আমেরিকায় থাকে বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুয়াকি – চান খুব উৎসাহের সঙ্গে বলল যে বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো।  টেলিভিশন নাকি একটা বাক্সের মতো। এইভাবে ইয়াসুয়াকি – চান টেলিভিশন যন্ত্রটি সঙ্গে তোত্তো-চান এর পরিচয় ঘটিয়েছিল।  

 

(৩) ‘ পটগুলটিশ ওয়ার ‘ কি ?

 

উত্তরঃ পটগুলটিশ ওয়ার হলছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করাছিল। তাই দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষন যুদ্ধ শুরু হলো।  সে যুদ্ধের নাম দেয়া হয়েছিল পটগুলটিশ ওয়ার। 

 

(৪) ‘ মালগাড়িকবিতার কথক কেনমালগাড়িহতে চায় ?

উত্তরঃ ‘ মালগাড়িকবিতার কথক প্রেমেন্দ্র মিত্র মালগাড়ি হতে চেয়েছিলেন কারণ তিনি কোন টাইমটেবিল, কোন নির্দিষ্ট লাইন ছাড়া অশেষ চলতে পারার সুখ অনুভব করতে চান। তাই কথক মালগাড়ি হতে চেয়েছেন।

 

(৫) লুশাই পাহাড়ের বড় ভয়ঙ্কর জায়গাটির পরিচয় দাও। 

উত্তরঃ লুশাই পাহাড়ের বিস্তার ছিল সারে ৬০০ থেকে ৭০০ বর্গমাইল জায়গা নিয়ে। এর মধ্যে একটাও গ্রাম ছিল না।  পথ ছিল না।  সেই ঘন বনে মানুষের নামগন্ধ ছিল না। ছিল কেবল জানুয়ারের কিলিবিলি।  বেলা নটা দশটার আগে সেখানে সূর্য দেখা যায় না।  আর এক এক জায়গায় এমন ঘন বন যে আকাশ দেখা যায় না।  তাই লুশাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। 

 

(৬মূর্ধন্য ধ্বনি বলতে কী বোঝো ?

উত্তরঃ , , , ,   এদের দেশ মূর্ধা।  তাই এই পাঁচটি হল মূর্ধন্য ধ্বনি।