WBB GUIDE NOTES

Grab Your Seat… Ensure Your Job…. For Details Contact

WBB GUIDE NOTES

Grab Your Seat… Ensure Your Job…. For Details Contact

WBB GUIDE NOTES

Online learning is rapidly becoming one of the most cost-effective ways to educate the world's rapidly expanding workforce.

WBB GUIDE NOTES

Education is the movement from darkness to light.

WBB GUIDE NOTES

Online learning can be a lifeline to those who have obstacles, such as geographical distances or physical disabilities.

WBB GUIDE NOTES

Learning together even when we are apart.

WBB GUIDE NOTES

ONLINE EDUCATION IS LIKE A RISING TIDE, IT'S GOING TO LIFT ALL BOATS.

Whatsaap

06 August 2022

ইউরোপে জাতীয়তাবাদী ধারণার বিকাশের পরিচয় দাও

ইউরোপে জাতীয়তাবাদী ধারণার বিকাশের পরিচয় দাও



প্রশ্নঃ ইউরোপে জাতীয়তাবাদী ধারণার বিকাশের পরিচয় দাও।

উত্তরঃ ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রি.) আগে ইউরোপের মানুষ রাজতন্ত্রের প্রতি সীমাহীন আনুগত্য প্রকাশ করত। বিভিন্ন জাতিকে পদানত করে সাম্রাজ্যের প্রসার ঘটানোই ছিল সে যুগের প্রধান বৈশিষ্ট্য।

● ইউরোপে জাতীয়তাবাদী ধারণার বিকাশ : বিপ্লবের পরবর্তীকালে ইউরোপে পরিস্থিতি পালটে যায় এবং রাজতন্ত্র বিরোধী জাতীয়তাবাদের উন্মেষ ঘটে।

1. ফ্রান্সে জাতীয়তাবাদ : ফরাসি বিপ্লবের পরবর্তীকালে সাধারণ মানুষ স্বৈরাচারী রাজা ও রাজতন্ত্রের পরিবর্তে দেশ ও জাতির প্রতি আনুগত্য জানাতে শুরু করে। এভাবে তাদের মনে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের জন্ম হয় । ফ্রান্সের ‘জাতীয় সভা' ১৭৯২ খ্রিস্টাব্দে ‘পিতৃভূমি বিপন্ন' বলে ঘোষণা করলে ফরাসিদের মধ্যে তীব্র জাতীয়তাবোধের প্রসার ঘটে। দেশে একই ধরনের আইনকানুন চালু হলে দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ আরও তীব্র হয়।

2. ফ্রান্সের বাইরে জাতীয়তাবাদ : ফরাসি সম্রাট নেপোলিয়ন তাঁর সাম্রাজ্যবাদের দ্বারা বিপ্লবের ভাবধারা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেন। ফলে ফরাসি জাতির জাতীয়তাবাদী চেতনা ইউরোপের অন্যান্য দেশেও প্রসারিত হয়। এর ফলে ফ্রান্সের বাইরে ইটালি, জার্মানি, পোল্যান্ড, পোর্তুগাল, অস্ট্রিয়া, গ্রিস, বেলজিয়াম, বলকান প্রভৃতি অঞ্চলে জাতীয়তাবাদী মুক্তিসংগ্রাম শুরু হয় ।

3. নেপোলিয়নের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ : ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফরাসি সম্রাট নেপোলিয়ন নগ্ন সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে ইউরোপের বিভিন্ন জাতিকে পদানত করে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। কিন্তু তাঁর রাজত্বের শেষদিকে ইউরোপের বিভিন্ন জাতীয়তাবাদী ভাবধারা ছড়িয়ে পড়ে। প্রান্তে ফলে নেপোলিয়নের বিরুদ্ধে স্পেন, পোর্তুগাল, জার্মানি প্রভৃতি দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় ।






অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।

01 August 2022

Class 9 life science chapter 1 question answer 2022

Class 9 life science chapter 1 question answer 2022




 ● সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান-2)

1. অ্যালগি বা শৈবাল কাকে বলে?

উত্তরঃ ক্লোরোফিলযুক্ত স্বভোজী, সমাঙ্গদেহী, ইউক্যারিওটিক প্রকৃতির কোশযুক্ত, সরল (সুগঠিত কলাতন্ত্রবিহীন) মূলত জলজ উদ্ভিদগোষ্ঠী যাদের জীবনচক্রে ভ্রূণ গঠিত হয় না, তাদের অ্যালগি বা শৈবাল বলে। উদাহরণ – [1] ভাউকেরিয়া (Vaucheria sp.), [2] উলভা (Ulva sp.)।

2. টেরিডোফাইটা বা ফার্ন কাকে বলে?

উত্তরঃ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত, সংবহন কলাযুক্ত মূলত স্থলবাসী অপুষ্পক উদ্ভিদগোষ্ঠীকে টেরিডোফাইটা বলে। উদাহরণ –শুশনি (Marsilea), ইকুইসিটাম (Equisetum)।

3. ব্রায়োফাইটা বা মস কাকে বলে?

উত্তরঃ প্রকৃত মূল, কাণ্ড, পাতা ও সংবহন কলাবিহীন যে অপুষ্পক উদ্ভিদগোষ্ঠীর জীবনচক্রে প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর এবং ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু জলের মাধ্যমে বাহিত হয়ে নিষেক সম্পন্ন করে, তাকে ব্রায়োফাইটা বলে। উদাহরণ—ফিউনেরিয়া (Funaria), স্ফ্যাগনাম (Sphagnum)।

4. জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী বা নগ্নবীজী কাকে বলে?

উত্তরঃ গর্ভাশয় তথা ফলবিহীন কিন্তু অনাবৃত (নগ্ন) বীজযুক্ত উদ্ভিদকে জিমনোস্পার্ম (Gymnos = naked, নগ্ন) বা নগ্নবীজী বা ব্যক্তবীজী বলে। উদাহরণ — পাইনাস রক্মবার্গি (Pinus roxburghii), সাইকাস পেকটিনাটা (Cycas pectinata)।

5. অ্যানজিওস্পার্ম বা গুপ্তবীজী বা আবৃতবীজী কাকে বলে?

উত্তরঃ যেসব সপুষ্পক উদ্ভিদের ফুল থেকে ফল ও বীজ উৎপন্ন হয়, এবং ফলের মধ্যে বীজগুলি লুকোনো থাকে, তাদের অ্যানজিওস্পার্ম বা গুপ্তবীজী বা আবৃতবীজী বলে। উদাহরণ— নারকেল: কোকোস নুসিফেরা (Cocos nucifera), মটর: পিসাম স্যাটিভাম (Pisum sativum)।

6. মনোকটিলেডোনাস বা মনোকট বা একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?

উত্তরঃ যেসব গুপ্তবীজী উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে, তাদের মনোকটিলেডোনাস বা মনোকট বা একবীজপত্রী উদ্ভিদ বলে। উদাহরণ—কলা: মুসা প্যারাডিসিয়াকা (Musa paradisiaca), পেঁয়াজ: অ্যালিয়াম সেপা (Allium cepa)।

7. ডাইকটিলেডোনাস বা ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?

উত্তরঃ যেসব গুপ্তবীজী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদের দ্বিবীজপত্রী বা ডাইকটিলেডোনাস বা ডাইকট উদ্ভিদ বলে। উদাহরণ—আপেল: ম্যালাস ডোমেস্টিকা (Malus domestica), আতা: অ্যানোনা স্কোয়ামোসা (Annona squamosa), জবা হিবিসকাস রোজা সাইনেনসিস (Hibiscus rosa-sinensis)।

8. সমাঙ্গদেহী কাকে বলে?

উত্তরঃ যেসব অপুষ্পক উদ্ভিদের দেহ থ্যালাসের মতো, অর্থাৎ দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়, তাদের সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা বলে। যেমন—শৈবাল।

9. রাইজয়েড কী?

উত্তরঃ ব্রায়োফাইটা-জাতীয় উদ্ভিদের দেহে মূল বা শিকড় উৎপন্ন হয় না, বরং মূলের পরিবর্তে উদ্ভিদদেহের অঙ্কীয়দেশ থেকে এক ধরনের সুতোর মতো অঙ্গ গুচ্ছাকারে জন্মায়। এদের রাইজয়েড বলে। এরা মূলের মতো উদ্ভিদটিকে মাটির সঙ্গে শক্তভাবে আটকে রাখতে এবং মাটি থেকে জল, খনিজ লবণ শোষণে সাহায্য করে।

10. কলিড ও ফাইলিড কী?

উত্তরঃ 

কলিড: মস বর্গ বা ব্রায়োফাইটার কাণ্ড উন্নত উদ্ভিদের মতো নয়। এর কাণ্ডসদৃশ অঙ্গকে কলিড বলে।

ফাইলিড: মস বর্গ বা ব্রায়োফাইটার পাতা উন্নত উদ্ভিদের মতো নয়, এর পাতাসদৃশ অঙ্গকে ফাইলিড বলে।

11. গ্যামেটোফোর কাকে বলে? মস ও ফার্নের জননাঙ্গের নাম লেখো।

উত্তরঃ মস ও ফার্ন-জাতীয় উদ্ভিদের যে অংশ উদ্ভিদগুলির জননাঙ্গকে ধারণ করে, তাকে গ্যামেটোফোর বলে।

 ● মস ও ফার্নের স্ত্রী জননাঙ্গ হল আর্কিগোনিয়া এবং পুং জননাঙ্গ হল অ্যান্থেরিডিয়া।

12. সারসিনেট ভারনেশান কী?

উত্তরঃ ফার্নজাতীয় উদ্ভিদের অপরিণত পাতাগুলি কুকুরের লেজের মতো কুণ্ডলী পাকিয়ে যে বিশেষ গঠন সৃষ্টি করে, তাকে সারসিনেট ভারনেশান বলে। ড্রায়োপ্টেরিস (Dryopteris) নামক ফার্নে এটি দেখা যায়।

13. সোরাস কী?

উত্তরঃ ড্রায়োপ্টেরিস (Dryopteris) উদ্ভিদের পরিণত পাতার নীচের দিকে ছোটো ছোটো বাদামি রঙের বৃক্কাকৃতি যে অংশের ভিতরে রেণুস্থলি থাকে, তাকে সোরাস বলে।

14. রেণুধর ও লিঙ্গধর দশা কাকে বলে?

উত্তরঃ 

রেণুধর দশা: উদ্ভিদের জীবনচক্রের যে দশায় রেণু বা স্পোর উৎপন্ন হয়, তাকে রেণুধর দশা বা স্পোরোফাইট বলে।

লিঙ্গধর দশা: উদ্ভিদের জীবনচক্রের যে দশায় পুং বা স্ত্রী গ্যামেট (শুক্রাণু বা ডিম্বাণু) উৎপন্ন হয়, তাকে লিঙ্গধর দশা বা গ্যামেটোফাইট বলে।

15. ব্রায়োফাইটা সর্বত্র জন্মাতে পারে কেন?

উত্তরঃ [1] ব্রায়োফাইটার নির্দিষ্ট মূল বা মূলতন্ত্র না থাকায় এরা যে-কোনো আর্দ্র বা ভেজা স্থানে জন্মাতে পারে। [2] এ ছাড়া, এরা আর্দ্র পরিবেশ (বায়ুমণ্ডল বা মাটি) থেকে সরাসরি জল শোষণ করতে পারে। [3] এদের চলনশীল শুক্রাণু জলের মাধ্যমে বাহিত হয়ে স্ত্রীধানীতে পৌঁছোয়। ব্রায়োফাইটাকে সেইজন্য উভচর উদ্ভিদ বলে। এরা সর্বত্রই জন্মাতে পারে।

16. একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মিল কী কী?

উত্তরঃ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের সাদৃশ্যগুলি হল— [1] উভয়েই সপুষ্পক উদ্ভিদ। [2] উভয়েরই যৌনজনন ও নিষেক ঘটে। [3] উভয়েরই বীজে বীজপত্র থাকে। [4] উভয়েরই জাইলেম ও ফ্লোয়েম নামক সংবহন কলা থাকে।







অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।

Class 9 life science chapter 1 short question answer-Class 9 life science chapter 1 question answer

 Class 9 life science chapter 1 short question answer




MCQ

1. সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে বলে-

উত্তরঃ থ্যালাস ।

2. ক্লোরোফিল-যুক্ত, অপুষ্পক, স্বভোজী উদ্ভিদটি হল-

উত্তরঃ ফার্ন।

3. যে সকল ব্রায়োফাইট-দের দেহ থ্যালাস প্রকৃতির তাদের বলে—

উত্তরঃ লিভারওয়ার্ট।

4. 'ফাইলিড' বলতে বোঝায়-

উত্তরঃ পাতার মতো অংশ।

5. একটি একবীজপত্রী উদ্ভিদ হল-

উত্তরঃ ভুট্টা।

6. উন্নত শ্রেণির অপুষ্পক উদ্ভিদ হল-

উত্তরঃ ফার্ন।

7. কোশে সম্ভিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকে-

উত্তরঃ ফাংগির।

8. লাইকোপোডিয়াম (Lycopodium) হল একপ্রকার-

উত্তরঃ টেরিডোফাইটা।

9. দুটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হল-

উত্তরঃ পাইনাস ও সাইকাস।

10. একটি মাত্র বীজপত্র থাকে—

উত্তরঃ নারকেল।

11. প্রথম বীজের আবির্ভাব ঘটে যে উদ্ভিদগোষ্ঠী থেকে, তা হল-

উত্তরঃ ব্যক্তবীজী।

12. নীচের কোনটির সংবহন কলাতন্ত্র আছে, রেণু উৎপন্ন হলেও বীজ উৎপন্ন হয় না?

উত্তরঃ টেরিডোফাইটা।

13. লিঙ্গধর দশা ও রেণুধর দশা স্বাধীনভাবে থাকে-

উত্তরঃ ফার্নজাতীয় উদ্ভিদে।

14. যার জীবনচক্রে লিঙ্গধর দশা প্রধান সেটি হল-

উত্তরঃ ব্রায়োফাইটা।


● অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান-1)

1. সমাগদেহী উদ্ভিদ কাকে বলে? 

উত্তরঃ যেসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয়, তাদের সমাঙ্গদেহী উদ্ভিদ বলে। যেমন—শৈবাল।

2. সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট কোন্ উদ্ভিদে দেখা যায়?

উত্তরঃ স্পাইরোগাইরা (Spirogyra) নামক উদ্ভিদে সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায়।

3. কোন্ প্রকার উদ্ভিদ দলবদ্ধভাবে মাটির ওপর ভেলভেটের মতো সবুজ আস্তরণ তৈরি করে?

উত্তরঃ মসজাতীয় উদ্ভিদ দলবদ্ধভাবে মাটির ওপর ভেলভেটের মতো সবুজ আস্তরণ তৈরি করে।

4. কোন্ উদ্ভিদ দেখতে পিরামিডের মতো?

উত্তরঃ পাইনাস (Pinus) নামক উদ্ভিদ দেখতে পিরামিডের মতো।

5. কোন্ অপুষ্পক উদ্ভিদের দেহে মূল, কাণ্ড এবং পাতা থাকে?

উত্তরঃ টেরিডোফাইটা-জাতীয় অপুষ্পক উদ্ভিদের দেহে মূল, কাণ্ড এবং পাতা থাকে।

6. যেসব উদ্ভিদের বীজ নগ্ন থাকে, তাদের কী বলে?

উত্তরঃ যেসব উদ্ভিদের বীজ নগ্ন থাকে, তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলে।

7. ফার্নের প্রধান উদ্ভিদদেহটি কী প্রকৃতির?

উত্তরঃ ফার্নের প্রধান উদ্ভিদদেহটি রেণুধর প্রকৃতির।

8. মসের পত্রবৎ অংশটিকে কী বলা হয়?

উত্তরঃ মসের পত্রবৎ অংশটিকে ফাইলিড বলা হয়।

9. রাইজয়েডের প্রধান কাজ কী?

উত্তরঃ রাইজয়েডের প্রধান কাজ জল ও পুষ্টি উপাদান শোষণ করা।

10. ড্রায়োপ্টেরিস-এর কোথায় সোরাস থাকে?

উত্তরঃ ড্রায়োপ্টেরিস-এর রেণুপত্রের অঙ্কপৃষ্ঠে সোরাস থাকে।

11. একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো।

উত্তরঃ একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম হল পাইনাস রক্সবার্গি (Pinus roxburghii)।

12. কোন্ সপুষ্পক উদ্ভিদে বীজ হয় কিন্তু ফল হয় না?

উত্তরঃ ব্যক্তবীজী উদ্ভিদে [যেমন— সাইকাস (Cycas), পাইনাস (Pinus) ইত্যাদি] ফুল ও বীজ হয়, কিন্তু ফল হয় না।

13. কোন্ উদ্ভিদে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে?

উত্তরঃ ব্রায়োফাইটাতে [যেমন—রিক্সিয়া (Riccia), পোগোনেটাম (Pogonatum) প্রভৃতি] মূলের পরিবর্তে রাইজয়েড থাকে।

14. ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদদেহটি কী?

উত্তরঃ ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদদেহটি হল লিঙ্গধর।

15. ব্যক্তবীজী উদ্ভিদের ফুল সর্বদাই কী প্রকারের হয়?

উত্তরঃ ব্যক্তবীজী উদ্ভিদের ফুল সর্বদাই একলিঙ্গ প্রকৃতির হয়।

16. কোন্ উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদরাজ্যের উভচর বলা হয় ?

উত্তরঃ ব্রায়োফাইটা গোষ্ঠীকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়।

17. অপুষ্পক উদ্ভিদজগতে কোন্ উদ্ভিদগুলি উন্নত ?

উত্তরঃ অপুষ্পক উদ্ভিদ জগতে ফার্নর্জাতীয় উদ্ভিদগুলি উন্নত।

18. কোন্ জাতীয় উদ্ভিদে প্রধান মূল দেখা যায়?

উত্তরঃ দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল দেখা যায়।

19. বিসদৃশ শব্দটি বেছে লেখো। (ধান, আম, গম, ভুট্টা)

উত্তরঃ আম।

20. লাইকেনের থ্যালাস গঠনকারী শৈবাল উপাদানটিকে কী বলে?

উত্তরঃ লাইকেনের থ্যালাস গঠনকারী শৈবাল উপাদানটিকে ফাইকোবায়ন্ট বলে।

21. লাইকেনের থ্যালাস গঠনকারী ছত্রাক উপাদানটিকে কী বলে?

উত্তরঃ লাইকেনের থ্যালাস গঠনকারী ছত্রাক উপাদানটিকে মহিকোবায়ন্ট বলে।

22. ব্যক্তবীজী উদ্ভিদে সস্য কখন গঠিত হয়?

উত্তরঃ ব্যক্তবীজী উদ্ভিদে সস্য নিষেকের পূর্বে গঠিত হয়।

23. প্রোটোনিমা কী?

উত্তরঃ মস-জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে নবীন অবস্থায় সূত্রবৎ লিঙ্গধর উদ্ভিদকে প্রোটোনিমা বলে।

24. এককোশী সচল প্রকৃতির শৈবালের নাম লেখো। 

উত্তরঃএককোশী সচল প্রকৃতির শৈবাল হল ক্ল্যামাইডোমোনাস (Chlamydomonas) ।

25. একটি এককোশী নিশ্চল প্রকৃতির শৈবালের নাম কী?

উত্তরঃ একটি এককোশী নিশ্চল প্রকৃতির শৈবাল হল ক্লোরেল্লা (Chlorella)।

26. কলোনি বা উপনিবেশ গঠনকারী একটি শৈবালের নাম লেখো।

উত্তরঃ কলোনি বা উপনিবেশ গঠনকারী একটি শৈবালের নাম ভলভক্স (Volvox)।

27. একটি আদি নিউক্লিয়াসযুক্ত শৈবালের নাম লেখো। 

উত্তরঃ একটি আদি নিউক্লিয়াসযুক্ত শৈবাল হল নস্টক (Nostoc)।








অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।