Whatsaap

23 June 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 4 বাংলা উত্তর part 2 Model activity task class 4 bengali part 2 answer

 model activity task class 4 bengali part 2 answer

 

১. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 

(১.) ‘ সন্দেহ নেই মাত্র ‘ – কোন বিষয়ে কবির কোন সন্দেহ নেই ?

উত্তরঃ এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সে সব কৌতুহল,

সন্দেহ নেই মাত্র।


(১.) ‘ নরহরি দাসগল্পে বাঘ, শিয়াল আর ছাগলছানা কে তোমার কেমন লেগেছে। 


উত্তরঃ নরহরি দাসগল্পে বাঘ, শিয়াল আর ছাগলছানা কে আমার খুব ভালো লেগেছে। এই গল্পে ছাগল ছানা ছিল খুব বুদ্ধিমতি। বাঘ ছিল খুব সাহসী।  আর শিয়াল ছিল খুব ভীতু।  তাই এই গল্পে আমার এই তিনজনের চরিত্র খুব ভালো লেগেছে। 


(১.) ‘ স্কুলের হল ঘরে তাবু খাটানো দুই তিন দিন পরে ঘটনাটা ঘটেছিল ‘ – কোন ঘটনার কথা বলা হয়েছে ?

উত্তরঃ যে ঘটনাটি কথা বলা হয়েছে সেটি হলসেদিন তোত্তো-চান ইয়াসুয়াকি – চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল একথা তাদের দুজনের বাবা-মা কেউ জানতো না।


(১.) ‘ আম বাগিচার তলায় যেন তারা হেসেছে ‘ – কথা বলা হয়েছে কেন ?


উত্তরঃ আম বাগিচার তলায় যেন তারা হেসেছে  কথা বলা হয়েছে কারণনূরী, পুষি, আয়েশা, শফি সবাই এসেছে। তাই আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। 


(১.) ‘ বিচিত্র সাধকবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কিভাবে ধরা পড়েছে ?

উত্তরঃ একটু বেশি রাত হতে না হতে বক্তার মা তাকে ঘুম পাড়িয়ে দিতে চান। তখন জানালা দিয়ে বক্তা দেখেন রাতের বেলায় গলি অন্ধকার হয়ে গেছে। পথে লোকজন বেশি দেখা যায় না।  গলির গ্যাসের আলো মিটমিট করে জ্বলে।  সেই সময় হাতে লন্ঠন ঝুলিয়ে পাগড়ী মাথায় পাহারাওলা বাড়ির দরজায় দাঁড়িয়ে বাড়ি পাহারা দেয়।  রাত দশটা এগারোটা বেজে গেলেও তাকে কেউ কিছু বলে না। 

 

. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 

(২.) , , কে উষ্ণ ধ্বনি বলা হয় কেন ?

উত্তরঃ , , কে উচ্চারণ করতে শ্বাসবায়ু বেশি লাগে।  তাই এদের উষ্ণ ধ্বনি বলা হয়। 


(২.অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি উদাহরণ দাও। 

উত্তরঃ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ, গ। 

মহাপ্রাণ ধ্বনির উদাহরণ, ঘ। 

(২.) স্তম্ভ মেলাও। 

উত্তরঃ  - বর্গ = কণ্ঠ, - বর্গ = তালু, - বর্গ = মূর্ধা, - বর্গ = দন্ত, - বর্গ = ওষ্ঠ।

 





0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.