ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। ওই সংস্কার গুলির প্রভাব ভারতীয়দের উপর কীভাবে পড়েছিল?
ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। ওই সংস্কার গুলির প্রভাব ভারতীয়দের উপর কীভাবে পড়েছিল?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা ওয়ারেন হস্টিংস ১৭৭৬ খ্রিস্টাব্দ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থায় কয়েকটি সংস্কার এনেছিলেন। বিচার ব্যবস্থায় তিনি ইউরোপীয়করণ করার চেষ্টা করেছিলেন। বিচার বিভাগের সমস্ত আদেশ লিখিত রাখার কথা বলেছেন। প্রচলিত আইনগুলির ব্যাখ্যা করে বিচারে সমতা আনার জন্য ১১ জন পণ্ডিতকে দিয়ে হিন্দু আইনগুলির একটি সারসংকলন তৈরি করেন। একইভাবে মুসলমান আইনগুলিও একটি সংকলন তৈরি করেন। তাঁর এই কাজের ফলে সুষ্ঠু, নিরপেক্ষ ও সমবিচারের জন্য ইউরোপীয় বিচারকদের বিশেষ সুবিধা হয়েছিল।
অন্যদিকে হেস্টিংস নতুন বিচার ব্যবস্থার সূচনা করলেও তাকে সুসংহত করে তোলেন লর্ড কর্নওয়ালিস । কর্নওয়ালিস কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। জেলা থেকে সদর পর্যন্ত আদালতি ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের ব্যবস্থা করেন। তবে উভয়ের বিচার ব্যবস্থায় আদালতের প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রাই।
উভয় বিচার ব্যবস্থার উপরেই ইউরোপীয়রা অধিষ্ঠিত থাকায় বিচার ব্যবস্থা সংস্কারিত হলেও কার্যকারী ভূমিকা পালন করতে পারেনি। সমতার কথা বলা হলেও ইউরোপীয়দের জন্য আলাদা আইন ও আদালত ছিল । সংস্কারের ব্যবস্থাগুলি বাস্তবে ভারতীয়রা বুঝে উঠতেও পারেনি। তাদের কাছে বিচার ব্যবস্থাগুলি জটিলই ছিল উপরন্তু ব্যয়বহুল ছিল। সাধারণ ভারতীয়দের কাছে এই সংস্কার বিশেষ কিছু সুবিধার সৃষ্টি করতে পারেন।
অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ।
তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী
থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube
যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।