WBB GUIDE NOTES

Grab Your Seat… Ensure Your Job…. For Details Contact

WBB GUIDE NOTES

Grab Your Seat… Ensure Your Job…. For Details Contact

WBB GUIDE NOTES

Online learning is rapidly becoming one of the most cost-effective ways to educate the world's rapidly expanding workforce.

WBB GUIDE NOTES

Education is the movement from darkness to light.

WBB GUIDE NOTES

Online learning can be a lifeline to those who have obstacles, such as geographical distances or physical disabilities.

WBB GUIDE NOTES

Learning together even when we are apart.

WBB GUIDE NOTES

ONLINE EDUCATION IS LIKE A RISING TIDE, IT'S GOING TO LIFT ALL BOATS.

Whatsaap

04 June 2022

জেমস মিল তাঁর 'History of British India' বইতে ভারতের ইতিহাসকে যে তিনটি ভাগে বিভক্ত করেছেন তার বিশ্লেষণ করো।

জেমস মিল তাঁর 'History of British India' বইতে ভারতের ইতিহাসকে যে তিনটি ভাগে বিভক্ত করেছেন তার বিশ্লেষণ করো।

जेम्स मिल द्वारा अपनी पुस्तक 'हिस्ट्री ऑफ ब्रिटिश इंडिया' में भारत के इतिहास के तीन भागों का विश्लेषण कीजिए।

প্রশ্নঃ জেমস মিল তাঁর 'History of British India' বইতে ভারতের ইতিহাসকে যে তিনটি ভাগে বিভক্ত করেছেন তার বিশ্লেষণ করো।

উত্তরঃ জেমস মিল তাঁর 'History of British India' বইতে ভারতের ইতিহাসকে যে তিনটি ভাগে ভাগ করেছিলেন সেগুলো হলো - হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। প্রথম ২টি কালপর্যায় শাসকের ধর্মের নামে ৷ আর শেষটা শাসকের জাতির নামে। তাই শেষটা খ্রিস্টান যোগ হল না, হল ব্রিটিশ যুগ। অর্থাৎ ধর্ম নয়, জাতির পরিচয়েই ব্রিটিশ সভ্যতা পরিচিত হতে চায়। আধুনিক হতে হলে ধর্মের বদলে জাতির পরিচয়ের দরকার। সেই সঙ্গে মিল লিখলেন যে মুসলিম যুগ ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ। পাশাপাশি হিন্দু যুগ বিষয়েও মিল অশ্রদ্ধা দেখিয়েছিলেন। মিলের লেখা ইতিহাস থেকে দুটো বিষয় তৈরি হল : প্রথমত, ভারত ইতিহাসের যুগ ভাগ করা শুরু হল শাসকের ধর্মের নামে, আর মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু। তাই জৈনধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ ধর্মাবলম্বী বিম্বিসারের ইতিহাসও ঢুকে পড়ল হিন্দু যুগের ইতিহাসে। একইভাবে মধ্যযুগের সব শাসককেই মিল মুসলমান ধর্মের সঙ্গে একাকার করে দিলেন । ফলে মুঘল সম্রাট আকবরের মতো উদার শাসকও নিছক ধর্মের পরিচয়ে আটকা পড়লেন। দ্বিতীয়ত, ভারতের ইতিহাসকে মিল তিনটি ধাপের ছকে বেঁধে দিলেন - হিন্দু, মুসলিম ও ব্রিটিশ । ধীরে ধীরে সেই তিনটি ধাপ নাম বদলে হয়ে গেল - প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ।


অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।




ইতিহাসের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো इतिहास की अवधारणा के बारे में एक संक्षिप्त टिप्पणी लिखें

ইতিহাসের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো

इतिहास की अवधारणा के बारे में एक संक्षिप्त टिप्पणी लिखें



প্রশ্নঃ ইতিহাসের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তরঃ অতীতে ঘটে যাওয়া সমাজবদ্ধ মানুষের জীবনচর্চার ক্রমবিকাশের ধারার আলোচনাই হল ইতিহাস । প্রতিটি দেশের ইতিহাসের স্রষ্টা হল মানুষ আর ইতিহাসের বিষয়বস্তুই হচ্ছে মানুষের জীবনের পরিবর্তন। তাই ইতিহাসকে বুঝতে হলে ইতিহাসের ধারণা সম্পর্কে একটা সম্যক জ্ঞান আহরণ আবশ্যক । সেইজন্য আমাদের ইতিহাসের বিষয়বস্তুকে অবশ্যই বুঝতে হবে। কেবলমাত্র রাজা, রাজার নাম, সম্রাট, সম্রাটের নাম, সাল-তারিখ, যুদ্ধ ও রাজস্ব নীতির কথাই ইতিহাসের একমাত্র বিষয়বস্তু নয়। সাধারণ মানুষের জীবনযাত্রা অগ্রগতির ধারার আলোচনাও ইতিহাসে সমান গুরুত্বপূর্ণ । ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভের জন্য সচিত্র তথ্য-প্রমাণেরও পরেও জোর দিতে হবে। গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে তৈরি হয় ইতিহাসের ধারণা। ঐতিহাসিক দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ অতীত ঘটনাসমূহকেই ইতিহাসের পাতায় তুলে ধরতে হবে। ইতিহাসকে সহজে বোঝার ও আলোচনা করার সুবিধার জন্য প্রাচীন, মধ্য ও আধুনিক এই তিনটি যুগে বা ভাগে ভাগ করা হলেও মনে রাখা দরকার হঠাৎ করে কোন যুগ শুরু বা শেষ হয় না কিন্তু শিক্ষিত মানুষ বা ঐতিহাসিকের বিচার-বুদ্ধি, দৃষ্টিভঙ্গি অনুসারে ইতিহাস লেখা হয়। সেই কারণে একটি সঠিক ইতিহাস রচনা করতে আমাদের সর্বদা একজন ঐতিহাসিকের কর্তব্যের ওপরেও গুরুত্ব দেওয়া দরকার। এইভাবেই ইতিহাস রচনার মাধ্যমে ইতিহাসের মূল চরিত্র ও বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা গড়ে ওঠে।


অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও। 





ইতিহাস বলতে কী বোঝায়? ইতিহাস পড়ার আবশ্যিকতা, ইতিহাসের উপাদান, আধুনিক ইতিহাসের উপাদান इतिहास का क्या अर्थ है? इतिहास पढ़ने की आवश्यकता, इतिहास का तत्व, आधुनिक इतिहास का तत्व

ইতিহাস বলতে কী বোঝায়? ইতিহাস পড়ার আবশ্যিকতা, ইতিহাসের উপাদান, আধুনিক ইতিহাসের উপাদান

इतिहास का क्या अर्थ है? इतिहास पढ़ने की आवश्यकता, इतिहास का तत्व, आधुनिक इतिहास का तत्व

প্রশ্নঃ ইতিহাস বলতে কী বোঝায়?

উত্তরঃ ইতিহাস কথার অর্থ যা ইতিপূর্বে ঘটেছে ৷ সংক্ষেপে বলতে গেলে বলা যায় অতীতে ঘটে যাওয়া সমাজবদ্ধ মানুষের জীবনচর্চার ক্রমবিকাশের ধারা আলোচনা করা হল ইতিহাস।

প্রশ্নঃ অতীতের সব ঘটনায় কি ইতিহাসের পাতায় স্থান পায়?

উত্তরঃ সব অতীত ঘটনাই ইতিহাসের পাতায় স্থান পায় না। যে সকল অতীত ঘটনা ঐতিহাসিক গুরুত্বসম্পূর্ণ সেই অতীতই ইতিহাসের পাতায় স্থান পায় ।

প্রশ্নঃ ইতিহাস পড়ার আবশ্যিকতা কী?

উত্তরঃ অতীতে এমন অনেক ঘটনা ঘটে গেছে, যার ছাপ আজও আমাদের চারপাশে বর্তমান । এই সব কাজ বা ঘটনাগুলোর বিষয়ে সঠিক ধারণা লাভের জন্যই ইতিহাস পড়া আবশ্যক ।

প্রশ্নঃ ইতিহাসের উপাদান কাকে বলে?

উত্তরঃ পুরোনো দিনের যেসব জিনিস বা বস্তু থেকে আমরা অতীতের কথা জানতে পারি তা-ই ইতিহাসের উপাদান নামে পরিচিত। যেমন - কাগজপত্র, বই, লেখা, মুদ্রা, ভাস্কর্য-স্থাপত্য, আঁকা ছবি; রাজা-সম্রাটদের ব্যবহৃত জিনিসপত্র ও বিষয়বস্তু ইত্যাদি 

প্রশ্নঃ আধুনিক ইতিহাসের উপাদান বলতে সাধারণত কী বোঝানো হয়?

উত্তরঃ ইতিহাসকে সাধারণত তিনটি যুগে ভাগ করা হয় - প্রাচীন, মধ্য ও আধুনিক । আধুনিক ইতিহাস জানতে বা রচনা করতে যে সমস্ত জিনিস ও বিষয়বস্তুর ওপর গুরুত্ব দেওয়া হয় তাই আধুনিক ইতিহাসের উপাদান বলে বিবেচিত হয়। যেমন- কাগজপত্র, বই, আঁকা ছবি, ফটোগ্রাফ বা ক্যামেরায় তোলা ছবি, ডায়েরি, চিঠিপত্র, জমির দলিল, রোজকার বাজারের ফর্দ, মানচিত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ও সংবাদপত্র ইত্যাদি।


অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।