Whatsaap

04 June 2022

ইতিহাসের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো इतिहास की अवधारणा के बारे में एक संक्षिप्त टिप्पणी लिखें

ইতিহাসের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো

इतिहास की अवधारणा के बारे में एक संक्षिप्त टिप्पणी लिखें



প্রশ্নঃ ইতিহাসের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তরঃ অতীতে ঘটে যাওয়া সমাজবদ্ধ মানুষের জীবনচর্চার ক্রমবিকাশের ধারার আলোচনাই হল ইতিহাস । প্রতিটি দেশের ইতিহাসের স্রষ্টা হল মানুষ আর ইতিহাসের বিষয়বস্তুই হচ্ছে মানুষের জীবনের পরিবর্তন। তাই ইতিহাসকে বুঝতে হলে ইতিহাসের ধারণা সম্পর্কে একটা সম্যক জ্ঞান আহরণ আবশ্যক । সেইজন্য আমাদের ইতিহাসের বিষয়বস্তুকে অবশ্যই বুঝতে হবে। কেবলমাত্র রাজা, রাজার নাম, সম্রাট, সম্রাটের নাম, সাল-তারিখ, যুদ্ধ ও রাজস্ব নীতির কথাই ইতিহাসের একমাত্র বিষয়বস্তু নয়। সাধারণ মানুষের জীবনযাত্রা অগ্রগতির ধারার আলোচনাও ইতিহাসে সমান গুরুত্বপূর্ণ । ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভের জন্য সচিত্র তথ্য-প্রমাণেরও পরেও জোর দিতে হবে। গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে তৈরি হয় ইতিহাসের ধারণা। ঐতিহাসিক দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ অতীত ঘটনাসমূহকেই ইতিহাসের পাতায় তুলে ধরতে হবে। ইতিহাসকে সহজে বোঝার ও আলোচনা করার সুবিধার জন্য প্রাচীন, মধ্য ও আধুনিক এই তিনটি যুগে বা ভাগে ভাগ করা হলেও মনে রাখা দরকার হঠাৎ করে কোন যুগ শুরু বা শেষ হয় না কিন্তু শিক্ষিত মানুষ বা ঐতিহাসিকের বিচার-বুদ্ধি, দৃষ্টিভঙ্গি অনুসারে ইতিহাস লেখা হয়। সেই কারণে একটি সঠিক ইতিহাস রচনা করতে আমাদের সর্বদা একজন ঐতিহাসিকের কর্তব্যের ওপরেও গুরুত্ব দেওয়া দরকার। এইভাবেই ইতিহাস রচনার মাধ্যমে ইতিহাসের মূল চরিত্র ও বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা গড়ে ওঠে।


অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও। 





0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.