ইতিহাসের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো
প্রশ্নঃ ইতিহাসের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
উত্তরঃ অতীতে ঘটে যাওয়া সমাজবদ্ধ মানুষের জীবনচর্চার ক্রমবিকাশের ধারার আলোচনাই হল ইতিহাস । প্রতিটি দেশের ইতিহাসের স্রষ্টা হল মানুষ আর ইতিহাসের বিষয়বস্তুই হচ্ছে মানুষের জীবনের পরিবর্তন। তাই ইতিহাসকে বুঝতে হলে ইতিহাসের ধারণা সম্পর্কে একটা সম্যক জ্ঞান আহরণ আবশ্যক । সেইজন্য আমাদের ইতিহাসের বিষয়বস্তুকে অবশ্যই বুঝতে হবে। কেবলমাত্র রাজা, রাজার নাম, সম্রাট, সম্রাটের নাম, সাল-তারিখ, যুদ্ধ ও রাজস্ব নীতির কথাই ইতিহাসের একমাত্র বিষয়বস্তু নয়। সাধারণ মানুষের জীবনযাত্রা অগ্রগতির ধারার আলোচনাও ইতিহাসে সমান গুরুত্বপূর্ণ । ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভের জন্য সচিত্র তথ্য-প্রমাণেরও পরেও জোর দিতে হবে। গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে তৈরি হয় ইতিহাসের ধারণা। ঐতিহাসিক দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ অতীত ঘটনাসমূহকেই ইতিহাসের পাতায় তুলে ধরতে হবে। ইতিহাসকে সহজে বোঝার ও আলোচনা করার সুবিধার জন্য প্রাচীন, মধ্য ও আধুনিক এই তিনটি যুগে বা ভাগে ভাগ করা হলেও মনে রাখা দরকার হঠাৎ করে কোন যুগ শুরু বা শেষ হয় না কিন্তু শিক্ষিত মানুষ বা ঐতিহাসিকের বিচার-বুদ্ধি, দৃষ্টিভঙ্গি অনুসারে ইতিহাস লেখা হয়। সেই কারণে একটি সঠিক ইতিহাস রচনা করতে আমাদের সর্বদা একজন ঐতিহাসিকের কর্তব্যের ওপরেও গুরুত্ব দেওয়া দরকার। এইভাবেই ইতিহাস রচনার মাধ্যমে ইতিহাসের মূল চরিত্র ও বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা গড়ে ওঠে।
অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ।
তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী
থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube
যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।
0 comments:
Post a Comment
If you have any question, Please let me know.