Whatsaap

04 June 2022

ইতিহাস বলতে কী বোঝায়? ইতিহাস পড়ার আবশ্যিকতা, ইতিহাসের উপাদান, আধুনিক ইতিহাসের উপাদান इतिहास का क्या अर्थ है? इतिहास पढ़ने की आवश्यकता, इतिहास का तत्व, आधुनिक इतिहास का तत्व

ইতিহাস বলতে কী বোঝায়? ইতিহাস পড়ার আবশ্যিকতা, ইতিহাসের উপাদান, আধুনিক ইতিহাসের উপাদান

इतिहास का क्या अर्थ है? इतिहास पढ़ने की आवश्यकता, इतिहास का तत्व, आधुनिक इतिहास का तत्व

প্রশ্নঃ ইতিহাস বলতে কী বোঝায়?

উত্তরঃ ইতিহাস কথার অর্থ যা ইতিপূর্বে ঘটেছে ৷ সংক্ষেপে বলতে গেলে বলা যায় অতীতে ঘটে যাওয়া সমাজবদ্ধ মানুষের জীবনচর্চার ক্রমবিকাশের ধারা আলোচনা করা হল ইতিহাস।

প্রশ্নঃ অতীতের সব ঘটনায় কি ইতিহাসের পাতায় স্থান পায়?

উত্তরঃ সব অতীত ঘটনাই ইতিহাসের পাতায় স্থান পায় না। যে সকল অতীত ঘটনা ঐতিহাসিক গুরুত্বসম্পূর্ণ সেই অতীতই ইতিহাসের পাতায় স্থান পায় ।

প্রশ্নঃ ইতিহাস পড়ার আবশ্যিকতা কী?

উত্তরঃ অতীতে এমন অনেক ঘটনা ঘটে গেছে, যার ছাপ আজও আমাদের চারপাশে বর্তমান । এই সব কাজ বা ঘটনাগুলোর বিষয়ে সঠিক ধারণা লাভের জন্যই ইতিহাস পড়া আবশ্যক ।

প্রশ্নঃ ইতিহাসের উপাদান কাকে বলে?

উত্তরঃ পুরোনো দিনের যেসব জিনিস বা বস্তু থেকে আমরা অতীতের কথা জানতে পারি তা-ই ইতিহাসের উপাদান নামে পরিচিত। যেমন - কাগজপত্র, বই, লেখা, মুদ্রা, ভাস্কর্য-স্থাপত্য, আঁকা ছবি; রাজা-সম্রাটদের ব্যবহৃত জিনিসপত্র ও বিষয়বস্তু ইত্যাদি 

প্রশ্নঃ আধুনিক ইতিহাসের উপাদান বলতে সাধারণত কী বোঝানো হয়?

উত্তরঃ ইতিহাসকে সাধারণত তিনটি যুগে ভাগ করা হয় - প্রাচীন, মধ্য ও আধুনিক । আধুনিক ইতিহাস জানতে বা রচনা করতে যে সমস্ত জিনিস ও বিষয়বস্তুর ওপর গুরুত্ব দেওয়া হয় তাই আধুনিক ইতিহাসের উপাদান বলে বিবেচিত হয়। যেমন- কাগজপত্র, বই, আঁকা ছবি, ফটোগ্রাফ বা ক্যামেরায় তোলা ছবি, ডায়েরি, চিঠিপত্র, জমির দলিল, রোজকার বাজারের ফর্দ, মানচিত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ও সংবাদপত্র ইত্যাদি।


অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।





0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.