Whatsaap

22 June 2021

Model activity task class 3 amader paribesh part 1 answer class 3 amader paribesh question answer

Model activity task class 3 Amader poribesh part 1 

 

 ➧ নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :

(১ ) দাঁত ভালো রাখতে কি কি অবশ্যই করা উচিত ?

উত্তরঃ দাঁত ভালো রাখার উপায় – দাঁত না মাজলে দাঁতে নোংরা জমে, দাঁতে পোকা ও মুখে দুর্গন্ধ হতে পারে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের দাঁত মাজা উচিত।

(২ ) সাঁতারে আমাদের কি কি উপকার হয় ?

উত্তরঃ প্রথমত : সাঁতার কাটলে খুব ভালো শরীরের ব্যায়াম হয়। ব্যায়াম করলে শরীর সুস্থ ও সবল থাকে।

দ্বিতীয়ত : সাঁতার কাটলে হাত ও পা নাড়া হয়, বুকে পিঠে জলের ধাক্কা লাগে ফলে কোথাও ব্যাথা বেদনা হতে পারে না।  

তৃতীয়ত : সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয় তাতেও শরীরের খুব উপকার হয় ও ফুসফুস ভালো থাকে।

(৩ ) খাবার খারাপ হয়ে যায় কি কি কারণে ?

উত্তরঃ  আমাদের শরীর ঠিক রাখতে হলে পরিমাণমতো ও টাটকা খাবার খাওয়া উচিত কিন্তু বিভিন্ন কারণে খাবার খারাপ হয়ে যেতে পারে যেমন –

প্রথমত : খুব গরমের সময় খাবার খারাপ হয়ে যায়।

দ্বিতীয়ত : খাবার বাসি হয়ে গেলে খারাপ হয়ে যায়।

তৃতীয়ত : খাবারে ছাতা পড়ে খাবার খারাপ হয়ে যেতে পারে।

(৪ ) আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কেন ?

উত্তরঃ বহু বছর আগে মানুষ নদী বা কোন জলা জায়গা ধরে বসবাস করত কারন –

প্রথমত : নদী বা জলাভূমি থেকে তারা সহজেই জল পেত।

দ্বিতীয়ত : নদী বা জলাভূমি থেকে তারা সহজে মাছ পেত।

তৃতীয়ত : আগেকার দিনে কোন যানবাহন ছিল না তাই জলপথই ছিল তাদের যাতায়াতের প্রধান মাধ্যম।  জলপথে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। আবার তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এই জলপথের মাধ্যমে আসতো। 

        তাই থাকার জন্য আগেকার দিনের মানুষ নদী বা জলাভূমির কাছাকাছি জায়গাকে বেছে নিত।

 




0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.