Class 9 life science chapter 1 question answer 2022
● সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান-2)
1. অ্যালগি বা শৈবাল কাকে বলে?
উত্তরঃ ক্লোরোফিলযুক্ত স্বভোজী, সমাঙ্গদেহী, ইউক্যারিওটিক প্রকৃতির কোশযুক্ত, সরল (সুগঠিত কলাতন্ত্রবিহীন) মূলত জলজ উদ্ভিদগোষ্ঠী যাদের জীবনচক্রে ভ্রূণ গঠিত হয় না, তাদের অ্যালগি বা শৈবাল বলে। উদাহরণ – [1] ভাউকেরিয়া (Vaucheria sp.), [2] উলভা (Ulva sp.)।
2. টেরিডোফাইটা বা ফার্ন কাকে বলে?
উত্তরঃ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত, সংবহন কলাযুক্ত মূলত স্থলবাসী অপুষ্পক উদ্ভিদগোষ্ঠীকে টেরিডোফাইটা বলে। উদাহরণ –শুশনি (Marsilea), ইকুইসিটাম (Equisetum)।
3. ব্রায়োফাইটা বা মস কাকে বলে?
উত্তরঃ প্রকৃত মূল, কাণ্ড, পাতা ও সংবহন কলাবিহীন যে অপুষ্পক উদ্ভিদগোষ্ঠীর জীবনচক্রে প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর এবং ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু জলের মাধ্যমে বাহিত হয়ে নিষেক সম্পন্ন করে, তাকে ব্রায়োফাইটা বলে। উদাহরণ—ফিউনেরিয়া (Funaria), স্ফ্যাগনাম (Sphagnum)।
4. জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী বা নগ্নবীজী কাকে বলে?
উত্তরঃ গর্ভাশয় তথা ফলবিহীন কিন্তু অনাবৃত (নগ্ন) বীজযুক্ত উদ্ভিদকে জিমনোস্পার্ম (Gymnos = naked, নগ্ন) বা নগ্নবীজী বা ব্যক্তবীজী বলে। উদাহরণ — পাইনাস রক্মবার্গি (Pinus roxburghii), সাইকাস পেকটিনাটা (Cycas pectinata)।
5. অ্যানজিওস্পার্ম বা গুপ্তবীজী বা আবৃতবীজী কাকে বলে?
উত্তরঃ যেসব সপুষ্পক উদ্ভিদের ফুল থেকে ফল ও বীজ উৎপন্ন হয়, এবং ফলের মধ্যে বীজগুলি লুকোনো থাকে, তাদের অ্যানজিওস্পার্ম বা গুপ্তবীজী বা আবৃতবীজী বলে। উদাহরণ— নারকেল: কোকোস নুসিফেরা (Cocos nucifera), মটর: পিসাম স্যাটিভাম (Pisum sativum)।
6. মনোকটিলেডোনাস বা মনোকট বা একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ যেসব গুপ্তবীজী উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে, তাদের মনোকটিলেডোনাস বা মনোকট বা একবীজপত্রী উদ্ভিদ বলে। উদাহরণ—কলা: মুসা প্যারাডিসিয়াকা (Musa paradisiaca), পেঁয়াজ: অ্যালিয়াম সেপা (Allium cepa)।
7. ডাইকটিলেডোনাস বা ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ যেসব গুপ্তবীজী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদের দ্বিবীজপত্রী বা ডাইকটিলেডোনাস বা ডাইকট উদ্ভিদ বলে। উদাহরণ—আপেল: ম্যালাস ডোমেস্টিকা (Malus domestica), আতা: অ্যানোনা স্কোয়ামোসা (Annona squamosa), জবা হিবিসকাস রোজা সাইনেনসিস (Hibiscus rosa-sinensis)।
8. সমাঙ্গদেহী কাকে বলে?
উত্তরঃ যেসব অপুষ্পক উদ্ভিদের দেহ থ্যালাসের মতো, অর্থাৎ দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়, তাদের সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা বলে। যেমন—শৈবাল।
9. রাইজয়েড কী?
উত্তরঃ ব্রায়োফাইটা-জাতীয় উদ্ভিদের দেহে মূল বা শিকড় উৎপন্ন হয় না, বরং মূলের পরিবর্তে উদ্ভিদদেহের অঙ্কীয়দেশ থেকে এক ধরনের সুতোর মতো অঙ্গ গুচ্ছাকারে জন্মায়। এদের রাইজয়েড বলে। এরা মূলের মতো উদ্ভিদটিকে মাটির সঙ্গে শক্তভাবে আটকে রাখতে এবং মাটি থেকে জল, খনিজ লবণ শোষণে সাহায্য করে।
10. কলিড ও ফাইলিড কী?
উত্তরঃ
কলিড: মস বর্গ বা ব্রায়োফাইটার কাণ্ড উন্নত উদ্ভিদের মতো নয়। এর কাণ্ডসদৃশ অঙ্গকে কলিড বলে।
ফাইলিড: মস বর্গ বা ব্রায়োফাইটার পাতা উন্নত উদ্ভিদের মতো নয়, এর পাতাসদৃশ অঙ্গকে ফাইলিড বলে।
11. গ্যামেটোফোর কাকে বলে? মস ও ফার্নের জননাঙ্গের নাম লেখো।
উত্তরঃ মস ও ফার্ন-জাতীয় উদ্ভিদের যে অংশ উদ্ভিদগুলির জননাঙ্গকে ধারণ করে, তাকে গ্যামেটোফোর বলে।
● মস ও ফার্নের স্ত্রী জননাঙ্গ হল আর্কিগোনিয়া এবং পুং জননাঙ্গ হল অ্যান্থেরিডিয়া।
12. সারসিনেট ভারনেশান কী?
উত্তরঃ ফার্নজাতীয় উদ্ভিদের অপরিণত পাতাগুলি কুকুরের লেজের মতো কুণ্ডলী পাকিয়ে যে বিশেষ গঠন সৃষ্টি করে, তাকে সারসিনেট ভারনেশান বলে। ড্রায়োপ্টেরিস (Dryopteris) নামক ফার্নে এটি দেখা যায়।
13. সোরাস কী?
উত্তরঃ ড্রায়োপ্টেরিস (Dryopteris) উদ্ভিদের পরিণত পাতার নীচের দিকে ছোটো ছোটো বাদামি রঙের বৃক্কাকৃতি যে অংশের ভিতরে রেণুস্থলি থাকে, তাকে সোরাস বলে।
14. রেণুধর ও লিঙ্গধর দশা কাকে বলে?
উত্তরঃ
রেণুধর দশা: উদ্ভিদের জীবনচক্রের যে দশায় রেণু বা স্পোর উৎপন্ন হয়, তাকে রেণুধর দশা বা স্পোরোফাইট বলে।
লিঙ্গধর দশা: উদ্ভিদের জীবনচক্রের যে দশায় পুং বা স্ত্রী গ্যামেট (শুক্রাণু বা ডিম্বাণু) উৎপন্ন হয়, তাকে লিঙ্গধর দশা বা গ্যামেটোফাইট বলে।
15. ব্রায়োফাইটা সর্বত্র জন্মাতে পারে কেন?
উত্তরঃ [1] ব্রায়োফাইটার নির্দিষ্ট মূল বা মূলতন্ত্র না থাকায় এরা যে-কোনো আর্দ্র বা ভেজা স্থানে জন্মাতে পারে। [2] এ ছাড়া, এরা আর্দ্র পরিবেশ (বায়ুমণ্ডল বা মাটি) থেকে সরাসরি জল শোষণ করতে পারে। [3] এদের চলনশীল শুক্রাণু জলের মাধ্যমে বাহিত হয়ে স্ত্রীধানীতে পৌঁছোয়। ব্রায়োফাইটাকে সেইজন্য উভচর উদ্ভিদ বলে। এরা সর্বত্রই জন্মাতে পারে।
16. একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মিল কী কী?
উত্তরঃ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের সাদৃশ্যগুলি হল— [1] উভয়েই সপুষ্পক উদ্ভিদ। [2] উভয়েরই যৌনজনন ও নিষেক ঘটে। [3] উভয়েরই বীজে বীজপত্র থাকে। [4] উভয়েরই জাইলেম ও ফ্লোয়েম নামক সংবহন কলা থাকে।
অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ।
তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী
থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube
যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।
0 comments:
Post a Comment
If you have any question, Please let me know.