Model activity task class 3 bengali part 2
১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১. মিছিমিছি আমায় খাটিয়ে মারলে।-কার সম্পর্কে একথা বলা হয়েছে ?
উত্তরঃ চাষির ছেলে চাষিকে একথা বলেছিল।
১.২. নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন।- কোন নাম ডাক্তারবাবু শুনেছেন ?
উত্তরঃ নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তার বাবু ইশ্বরচন্দ্র শর্মার নাম শুনে চমকে উঠলেন ।
১.৩. বাঘ হাই তুলে বলল... - বাঘ হাই তুলে কী বলেছিল?
উত্তরঃ বাঘ ছবিটা দেখে হাই তুলে বলল ছবিটা এঁকেছে কে ।
১.৪. মৌমাছিরা ছুটে এল মধু খেতে। - মৌমাছিরা মধু খেতে কোথায় ছুটে এসেছিল?
উত্তরঃ মৌমাছির মধু খেতে পৃথিবীতে ছুটে এসেছিল ।
২. ঠিক বাক্যটির পাশে (√) এবং ভুলটির পাশে (×) দাও :
২.১. সারাদিন কবিতাটি লিখেছেন সুকুমার রায়।
উত্তরঃ (×) ।
২.২. ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে।
উত্তরঃ (√)।
২.৩. পরিরা প্রথম পৃথিবীতে নেমে এসে দেখল চারদিক ফুলে ফুলে ভরা।
উত্তরঃ (×) ।
২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৩.১. দেয়ালের ছবি গল্পে বাঘ আর শিকারীর বন্ধুত্ব কীভাবে গড়ে উঠেছিল ?
উত্তরঃ শিকারির একদিন এক বাঘের সাথে দেখা হল।দুজনেই খুশি। অনেক ক্ষন কথাবার্তা হল। দুজনেই খুব বন্ধু হয়ে গেল।
৩.২. ফুল পরীরা ফুলের বীজ ছড়িয়ে দেওয়ার পর কী ঘটল ?
উত্তরঃ ফুল পরীরা ফুলের বীজ ছড়িয়ে দেওয়ার পর সেই বীজ থেকে গাছ গজল। তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি। সেই কুড়ি ফুটল। সাদা নীল হলদে লাল বেগুনি ফুল এসে গেল বন।
0 comments:
Post a Comment
If you have any question, Please let me know.