Whatsaap

23 June 2021

Model activity task class 4 bengali part 1 2021 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 4 বাংলা উত্তর part 1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 4 বাংলা উত্তর part 1

https://www.youtube.com/c/WBBGUIDENOTES





 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

(১) ” গর্তের ভিতর কে ” – এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল ?

উত্তরঃ লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস। 

(২কিভাবে ইয়াসুয়াকিচান টেলিভিশন যন্ত্রটির সঙ্গে তোত্তো-চান এর পরিচয় ঘটিয়েছিল ?

উত্তরঃ ইয়াসুয়াকি – চান এর দিদি আমেরিকায় থাকে বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুয়াকি – চান খুব উৎসাহের সঙ্গে বলল যে বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো।  টেলিভিশন নাকি একটা বাক্সের মতো। এইভাবে ইয়াসুয়াকি – চান টেলিভিশন যন্ত্রটি সঙ্গে তোত্তো-চান এর পরিচয় ঘটিয়েছিল।  

 

(৩) ‘ পটগুলটিশ ওয়ার ‘ কি ?

 

উত্তরঃ পটগুলটিশ ওয়ার হলছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করাছিল। তাই দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষন যুদ্ধ শুরু হলো।  সে যুদ্ধের নাম দেয়া হয়েছিল পটগুলটিশ ওয়ার। 

 

(৪) ‘ মালগাড়িকবিতার কথক কেনমালগাড়িহতে চায় ?

উত্তরঃ ‘ মালগাড়িকবিতার কথক প্রেমেন্দ্র মিত্র মালগাড়ি হতে চেয়েছিলেন কারণ তিনি কোন টাইমটেবিল, কোন নির্দিষ্ট লাইন ছাড়া অশেষ চলতে পারার সুখ অনুভব করতে চান। তাই কথক মালগাড়ি হতে চেয়েছেন।

 

(৫) লুশাই পাহাড়ের বড় ভয়ঙ্কর জায়গাটির পরিচয় দাও। 

উত্তরঃ লুশাই পাহাড়ের বিস্তার ছিল সারে ৬০০ থেকে ৭০০ বর্গমাইল জায়গা নিয়ে। এর মধ্যে একটাও গ্রাম ছিল না।  পথ ছিল না।  সেই ঘন বনে মানুষের নামগন্ধ ছিল না। ছিল কেবল জানুয়ারের কিলিবিলি।  বেলা নটা দশটার আগে সেখানে সূর্য দেখা যায় না।  আর এক এক জায়গায় এমন ঘন বন যে আকাশ দেখা যায় না।  তাই লুশাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। 

 

(৬মূর্ধন্য ধ্বনি বলতে কী বোঝো ?

উত্তরঃ , , , ,   এদের দেশ মূর্ধা।  তাই এই পাঁচটি হল মূর্ধন্য ধ্বনি।

 




0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.