Whatsaap

01 August 2022

Class 9 life science chapter 1 short question answer-Class 9 life science chapter 1 question answer

 Class 9 life science chapter 1 short question answer




MCQ

1. সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে বলে-

উত্তরঃ থ্যালাস ।

2. ক্লোরোফিল-যুক্ত, অপুষ্পক, স্বভোজী উদ্ভিদটি হল-

উত্তরঃ ফার্ন।

3. যে সকল ব্রায়োফাইট-দের দেহ থ্যালাস প্রকৃতির তাদের বলে—

উত্তরঃ লিভারওয়ার্ট।

4. 'ফাইলিড' বলতে বোঝায়-

উত্তরঃ পাতার মতো অংশ।

5. একটি একবীজপত্রী উদ্ভিদ হল-

উত্তরঃ ভুট্টা।

6. উন্নত শ্রেণির অপুষ্পক উদ্ভিদ হল-

উত্তরঃ ফার্ন।

7. কোশে সম্ভিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকে-

উত্তরঃ ফাংগির।

8. লাইকোপোডিয়াম (Lycopodium) হল একপ্রকার-

উত্তরঃ টেরিডোফাইটা।

9. দুটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হল-

উত্তরঃ পাইনাস ও সাইকাস।

10. একটি মাত্র বীজপত্র থাকে—

উত্তরঃ নারকেল।

11. প্রথম বীজের আবির্ভাব ঘটে যে উদ্ভিদগোষ্ঠী থেকে, তা হল-

উত্তরঃ ব্যক্তবীজী।

12. নীচের কোনটির সংবহন কলাতন্ত্র আছে, রেণু উৎপন্ন হলেও বীজ উৎপন্ন হয় না?

উত্তরঃ টেরিডোফাইটা।

13. লিঙ্গধর দশা ও রেণুধর দশা স্বাধীনভাবে থাকে-

উত্তরঃ ফার্নজাতীয় উদ্ভিদে।

14. যার জীবনচক্রে লিঙ্গধর দশা প্রধান সেটি হল-

উত্তরঃ ব্রায়োফাইটা।


● অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান-1)

1. সমাগদেহী উদ্ভিদ কাকে বলে? 

উত্তরঃ যেসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয়, তাদের সমাঙ্গদেহী উদ্ভিদ বলে। যেমন—শৈবাল।

2. সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট কোন্ উদ্ভিদে দেখা যায়?

উত্তরঃ স্পাইরোগাইরা (Spirogyra) নামক উদ্ভিদে সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায়।

3. কোন্ প্রকার উদ্ভিদ দলবদ্ধভাবে মাটির ওপর ভেলভেটের মতো সবুজ আস্তরণ তৈরি করে?

উত্তরঃ মসজাতীয় উদ্ভিদ দলবদ্ধভাবে মাটির ওপর ভেলভেটের মতো সবুজ আস্তরণ তৈরি করে।

4. কোন্ উদ্ভিদ দেখতে পিরামিডের মতো?

উত্তরঃ পাইনাস (Pinus) নামক উদ্ভিদ দেখতে পিরামিডের মতো।

5. কোন্ অপুষ্পক উদ্ভিদের দেহে মূল, কাণ্ড এবং পাতা থাকে?

উত্তরঃ টেরিডোফাইটা-জাতীয় অপুষ্পক উদ্ভিদের দেহে মূল, কাণ্ড এবং পাতা থাকে।

6. যেসব উদ্ভিদের বীজ নগ্ন থাকে, তাদের কী বলে?

উত্তরঃ যেসব উদ্ভিদের বীজ নগ্ন থাকে, তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলে।

7. ফার্নের প্রধান উদ্ভিদদেহটি কী প্রকৃতির?

উত্তরঃ ফার্নের প্রধান উদ্ভিদদেহটি রেণুধর প্রকৃতির।

8. মসের পত্রবৎ অংশটিকে কী বলা হয়?

উত্তরঃ মসের পত্রবৎ অংশটিকে ফাইলিড বলা হয়।

9. রাইজয়েডের প্রধান কাজ কী?

উত্তরঃ রাইজয়েডের প্রধান কাজ জল ও পুষ্টি উপাদান শোষণ করা।

10. ড্রায়োপ্টেরিস-এর কোথায় সোরাস থাকে?

উত্তরঃ ড্রায়োপ্টেরিস-এর রেণুপত্রের অঙ্কপৃষ্ঠে সোরাস থাকে।

11. একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো।

উত্তরঃ একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম হল পাইনাস রক্সবার্গি (Pinus roxburghii)।

12. কোন্ সপুষ্পক উদ্ভিদে বীজ হয় কিন্তু ফল হয় না?

উত্তরঃ ব্যক্তবীজী উদ্ভিদে [যেমন— সাইকাস (Cycas), পাইনাস (Pinus) ইত্যাদি] ফুল ও বীজ হয়, কিন্তু ফল হয় না।

13. কোন্ উদ্ভিদে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে?

উত্তরঃ ব্রায়োফাইটাতে [যেমন—রিক্সিয়া (Riccia), পোগোনেটাম (Pogonatum) প্রভৃতি] মূলের পরিবর্তে রাইজয়েড থাকে।

14. ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদদেহটি কী?

উত্তরঃ ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদদেহটি হল লিঙ্গধর।

15. ব্যক্তবীজী উদ্ভিদের ফুল সর্বদাই কী প্রকারের হয়?

উত্তরঃ ব্যক্তবীজী উদ্ভিদের ফুল সর্বদাই একলিঙ্গ প্রকৃতির হয়।

16. কোন্ উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদরাজ্যের উভচর বলা হয় ?

উত্তরঃ ব্রায়োফাইটা গোষ্ঠীকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়।

17. অপুষ্পক উদ্ভিদজগতে কোন্ উদ্ভিদগুলি উন্নত ?

উত্তরঃ অপুষ্পক উদ্ভিদ জগতে ফার্নর্জাতীয় উদ্ভিদগুলি উন্নত।

18. কোন্ জাতীয় উদ্ভিদে প্রধান মূল দেখা যায়?

উত্তরঃ দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল দেখা যায়।

19. বিসদৃশ শব্দটি বেছে লেখো। (ধান, আম, গম, ভুট্টা)

উত্তরঃ আম।

20. লাইকেনের থ্যালাস গঠনকারী শৈবাল উপাদানটিকে কী বলে?

উত্তরঃ লাইকেনের থ্যালাস গঠনকারী শৈবাল উপাদানটিকে ফাইকোবায়ন্ট বলে।

21. লাইকেনের থ্যালাস গঠনকারী ছত্রাক উপাদানটিকে কী বলে?

উত্তরঃ লাইকেনের থ্যালাস গঠনকারী ছত্রাক উপাদানটিকে মহিকোবায়ন্ট বলে।

22. ব্যক্তবীজী উদ্ভিদে সস্য কখন গঠিত হয়?

উত্তরঃ ব্যক্তবীজী উদ্ভিদে সস্য নিষেকের পূর্বে গঠিত হয়।

23. প্রোটোনিমা কী?

উত্তরঃ মস-জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে নবীন অবস্থায় সূত্রবৎ লিঙ্গধর উদ্ভিদকে প্রোটোনিমা বলে।

24. এককোশী সচল প্রকৃতির শৈবালের নাম লেখো। 

উত্তরঃএককোশী সচল প্রকৃতির শৈবাল হল ক্ল্যামাইডোমোনাস (Chlamydomonas) ।

25. একটি এককোশী নিশ্চল প্রকৃতির শৈবালের নাম কী?

উত্তরঃ একটি এককোশী নিশ্চল প্রকৃতির শৈবাল হল ক্লোরেল্লা (Chlorella)।

26. কলোনি বা উপনিবেশ গঠনকারী একটি শৈবালের নাম লেখো।

উত্তরঃ কলোনি বা উপনিবেশ গঠনকারী একটি শৈবালের নাম ভলভক্স (Volvox)।

27. একটি আদি নিউক্লিয়াসযুক্ত শৈবালের নাম লেখো। 

উত্তরঃ একটি আদি নিউক্লিয়াসযুক্ত শৈবাল হল নস্টক (Nostoc)।








অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।

0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.