মনোকটিলেডোনাস বা মনোকট বা একবীজপত্রী উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্য লেখো। দুটি উদাহরণ দাও। ডাইকটিলেডোনাস বা ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্য লেখো। দুটি উদাহরণ দাও।
প্রশ্নঃ মনোকটিলেডোনাস বা মনোকট বা একবীজপত্রী উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্য লেখো। দুটি উদাহরণ দাও।
উত্তরঃ
■ মনোকটিলেডোনাস বা মনোকট বা একবীজপত্রী উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্য:
[1] প্রধানত বীরুৎজাতীয় উদ্ভিদ। বৃক্ষজাতীয় উদ্ভিদের সংখ্যা খুব কম। [2] জীবনকালের স্থায়িত্ব অনুযায়ী এরা একবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়। [3] এদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে। [4] এদের ফলত্বক ও বীজত্বক পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। [5] এদের দেহে অস্থানিক প্রকৃতির গুচ্ছমূল দেখা যায়। [6] কাণ্ড সাধারণত শাখাহীন এবং পাতা সমাঙ্কপৃষ্ঠ এবং পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে।
উদাহরণ:
[A] গম: ট্রিটিকাম এস্টিভাম (Triticum aestivum)
[B] খান : ওরাইজা স্যাটিভা (Oryza sativa)।
প্রশ্নঃ ডাইকটিলেডোনাস বা ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্য লেখো। দুটি উদাহরণ দাও।
উত্তরঃ
■ ডাইকটিলেডোনাস বা ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্য:
[1] প্রধানত বৃক্ষজাতীয় উদ্ভিদ। বীরুৎ ও গৃষ্মের সংখ্যা অপেক্ষাকৃত কম। [2] জীবনকালের স্থায়িত্ব অনুযায়ী, এরা একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়। [3] এদের বীজে দুটি বীজপত্র থাকে। এদের ফলত্বক ও বীজত্বক পরস্পরের থেকে পৃথক থাকে। [4] কাণ্ড শাখাপ্রশাখাযুক্ত এবং প্রধান মূলতন্ত্র বর্তমান। [5] পাতা বিষমপৃষ্ঠ এবং পাতায় জালকাকার শিরাবিন্যাস থাকে। [6] বীজের অঙ্কুরোদ্গম মৃদভেদী প্রকৃতির।
উদাহরণ:
[A] আম গাছ : ম্যাঙ্গিফেরা ইন্ডিকা (Mangifera indica),
[B] মটর গাছ : পিসাম স্যাটিভাম (Pisum sativum)।
অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ।
তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী
থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube
যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।
0 comments:
Post a Comment
If you have any question, Please let me know.