জেমস মিল তাঁর 'History of British India' বইতে ভারতের ইতিহাসকে যে তিনটি ভাগে বিভক্ত করেছেন তার বিশ্লেষণ করো।
প্রশ্নঃ জেমস মিল তাঁর 'History of British India' বইতে ভারতের ইতিহাসকে যে তিনটি ভাগে বিভক্ত করেছেন তার বিশ্লেষণ করো।
উত্তরঃ জেমস মিল তাঁর 'History of British India' বইতে ভারতের ইতিহাসকে যে তিনটি ভাগে ভাগ করেছিলেন সেগুলো হলো - হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। প্রথম ২টি কালপর্যায় শাসকের ধর্মের নামে ৷ আর শেষটা শাসকের জাতির নামে। তাই শেষটা খ্রিস্টান যোগ হল না, হল ব্রিটিশ যুগ। অর্থাৎ ধর্ম নয়, জাতির পরিচয়েই ব্রিটিশ সভ্যতা পরিচিত হতে চায়। আধুনিক হতে হলে ধর্মের বদলে জাতির পরিচয়ের দরকার। সেই সঙ্গে মিল লিখলেন যে মুসলিম যুগ ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ। পাশাপাশি হিন্দু যুগ বিষয়েও মিল অশ্রদ্ধা দেখিয়েছিলেন। মিলের লেখা ইতিহাস থেকে দুটো বিষয় তৈরি হল : প্রথমত, ভারত ইতিহাসের যুগ ভাগ করা শুরু হল শাসকের ধর্মের নামে, আর মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু। তাই জৈনধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ ধর্মাবলম্বী বিম্বিসারের ইতিহাসও ঢুকে পড়ল হিন্দু যুগের ইতিহাসে। একইভাবে মধ্যযুগের সব শাসককেই মিল মুসলমান ধর্মের সঙ্গে একাকার করে দিলেন । ফলে মুঘল সম্রাট আকবরের মতো উদার শাসকও নিছক ধর্মের পরিচয়ে আটকা পড়লেন। দ্বিতীয়ত, ভারতের ইতিহাসকে মিল তিনটি ধাপের ছকে বেঁধে দিলেন - হিন্দু, মুসলিম ও ব্রিটিশ । ধীরে ধীরে সেই তিনটি ধাপ নাম বদলে হয়ে গেল - প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ।
অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ।
তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী
থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube
যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।
0 comments:
Post a Comment
If you have any question, Please let me know.