Whatsaap

05 June 2022

Class 8 history chapter 1 short question answer class 8th history chapter 1 question answer

Class 8 history chapter 1 short answer type questions


(ক) ইতিহাস লেখার সময় ঐতিহাসিককে কোন কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হয়?

উত্তরঃ ইতিহাস লেখার সময় ঐতিহাসিকরা বিভিন্ন উপাদানগুলিকে সংগ্রহ করে ইতিহাস রচনা করেন। তবে ইতিহাস রচনার সময় ঐতিহাসিককে অবশ্যই সঠিক তথ্য নির্বাচন করতে হবে। আবার স্থান ও কালকেও গুরুত্ব দিতে হবে। কারণ সময় আর জায়গা আলাদা হয়ে গেলে অনেক ক্ষেত্রে কথার মানে বদলে যায়।

(খ) সাধারণভাবে 'যুগ' বলতে কী বোঝায়? ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় ও কী কী?

উত্তরঃ সাধারণভাবে 'যুগ' বলতে একটা বড়ো সময়কে বোঝায় । প্রতিটি যুগের মানুষ ও তার জীবনযাপনের নানারকম বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পালটে যায় না। তাই সবসময় যুগ বদলের ধারাকে সময়ের হিসাব কষে ধরে ফেলা যায় না। ইতিহাসকে সাধারণভাবে তিনটি যুগে ভাগ করা যায় । এই তিনটি যুগ হল - (র) প্রাচীন যুগ, (রর) মধ্য যুগ, (ররর) আধুনিক যুগ।

(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে জেমস মিলের 'History of British India' বইটি লেখার উদ্দেশ্য কী ছিল?

উত্তরঃ ১৮১৭ খ্রিস্টাব্দে জেমস মিলের 'History of British India' বইটি লেখার উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা। যার ফলে সেটা পড়ে ব্রিটিশ পৰশাসনের সঙ্গে যুক্ত বিদেশিরা ভারতবর্ষ সম্পর্কে একটা সাধারণ ধারণা করতে পারে। কারণ, যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে, সেই দেশের ইতিহাসটাও জানা দরকার।

(ঘ) ইতিহাস লেখার সময় ঐতিহাসিককে ইতিহাসের সমস্ত উপাদানকেই খুঁটিয়ে ভেঙেচুরে দেখতে হয় - উইলিয়ম ওয়েডারবর্নের লেখার নিরিখে এই উক্তির বিশ্লেষণ করো।

উত্তরঃ ইতিহাস লেখার সময় ঐতিহাসিককে ইতিহাসের প্রত্যেক উপাদানকে খুঁটিয়ে ভেঙেচুরে দেখতে হয় তার কারণ - তা না হলে কখনো বা আংশিক এবং কখনো বা পুরো ভুল সিদ্ধান্তে পৌঁছে যেতে ঐতিহাসিক ৷ উইলিয়ম ওয়েডার- বার্ন তাঁর লেখায় অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকেই দিয়েছেন। অথচ পরে দেখা গেছে যতটা কৃতিত্ব হিউমকে দেওয়া হয়, আদৌ ততটা কৃতিত্বের দাবিদার হিউম নন। ঐতিহাসিক যদি শুধু ওয়েডারবর্নের কথাই মেনে নিতেন, তাহলে এই নতুন বিশ্লেষণ পাওয়া যেত না।

(ঙ) সাম্রাজ্যবাদ কাকে বলে?

উত্তরঃ সাম্রাজ্যবাদ হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি শক্তিমান দেশ বা রাষ্ট্র আর একটি দুর্বল দেশ বা রাষ্ট্রের ওপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে। দুর্বল দেশ বা রাষ্ট্রটির জনগন, সম্পদ সবকিছুকেই শক্তিমান দেশ অথবা রাষ্ট্রটি নিজের প্রয়োজনমতো পরিচালনা করে।


অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।




0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.