Whatsaap

26 June 2022

কোম্পানি শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের কোনো তফাৎ ছিল কী? কোম্পানির শিক্ষানীতির প্রভাব ভারতীয় সমাজে কীভাবে পড়েছিল বলে তোমার মনে হয়?

কোম্পানি শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের কোনো তফাৎ ছিল কী? কোম্পানির শিক্ষানীতির প্রভাব ভারতীয় সমাজে কীভাবে পড়েছিল বলে তোমার মনে হয়?


 প্রশ্নঃ কোম্পানি শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের কোনো তফাৎ ছিল কী? কোম্পানির শিক্ষানীতির প্রভাব ভারতীয় সমাজে কীভাবে পড়েছিল বলে তোমার মনে হয়?

Was there any difference between Bombay and Bengal in terms of company education policy? How do you think the company's education policy impacted Indian society?

উত্তরঃ কোম্পানির শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বায়ের বিশেষ কোনো তফাৎ ছিল না। তবে বোম্বায়ের ব্রিটিশ প্রশাসক মনে করতেন কেবলমাত্র বোম্বাই শহরের মধ্যেই ইংরেজি ভাষার মাধ্যমে পড়াশোনা করানো উচিত। পরবর্তীকালে বোম্বাই প্রেসিডেন্সিতেও অন্যান্য ভাষার মাধ্যমে স্কুলে, শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলার মতোই শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল ।

ভারতীয় সমাজে কোম্পানির শিক্ষানীতির প্রভাব কীভাবে পড়েছিল তা আলোচনা করতে গেলে বলতে হয় যে কোম্পানির শিক্ষানীতির উদ্দেশ্যই ছিল সমাজের কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করে ইউরোপীয় প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করে নেওয়া। সেই উদ্দেশ্যে কোম্পানি কলকাতা তথা ভারতের বিভিন্ন অঞ্চল স্কুল, কলেজ, মাদ্রাসা, মিশনারি স্কুল স্থাপন করেছিলেন। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানই ছিল ইংরেজি মাধ্যম।

পরবর্তীকালে প্রয়োজন অনুসারে মাতৃভাষাসহ অন্যান্য ভাষামাধ্যমও গড়ে উঠেছিল । তাদের এরূপ ব্যবস্থার ফলে ভারতীয়দের মধ্যে শিক্ষার একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং বেশ কিছু মানুষ শিক্ষা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছিল বলেই পরবর্তী ক্ষেত্রে কিছু শিক্ষিত মানুষ তৈরি হয়েছিল। পরে লক্ষ করা যায় যে ওই সমস্ত শিক্ষিত মানুষরাই বিভিন্নভাবে ভারতকে ঔপনিবেশিক নন থেকে মুক্ত করে স্বাধীনতার পথ দেখাতে সক্ষম হয়েছিলেন।

একথাও বলতে হয় যে বাস্তবে সার্বিক গণশিক্ষার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উচ্চ শিক্ষা ব্যবস্থার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকেই নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারের গণমুখী চরিত্র তৈরি হয়নি। পাশাপাশি হাতেকলমে শিক্ষার ব্যবস্থা না থাকায় কেবল পুথিগত বিদ্যাচর্চার ওপরেই শিক্ষার বিস্তার নির্ভর করেছিল । উপরন্তু পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রেই নির্বিচার সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষাচর্চা ক্রমে অবলুপ্তির মুখোমুখি হয়েছিল। নারীশিক্ষার বিষয়টিকেও অবহেলা করা হয়েছিল ।

উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথায় বলা যায় যে, কোম্পানির শিক্ষানীতির ফলে কতকগুলি দিক আশানুরূপ না হলেও ভারতীয় সমাজে মন্দের তুলনায় ভালো প্রভাবই বেশি পড়েছিল ।






অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।

0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.