Whatsaap

05 June 2022

আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে সাম্রাজ্যের স্বার্থ, উপনিবেশ বিস্তারের আগ্রহ বা জাতীয়তাবাদের আদর্শের সংস্পর্শ থাকতে পারে - ব্যাখ্যা করো।

আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে সাম্রাজ্যের স্বার্থ, উপনিবেশ বিস্তারের আগ্রহ বা জাতীয়তাবাদের আদর্শের সংস্পর্শ থাকতে পারে - ব্যাখ্যা করো

बता दें कि आधुनिक भारत के इतिहास के तत्व साम्राज्य के हितों, उपनिवेशवाद में रुचि या राष्ट्रवाद की विचारधारा से संबंधित हो सकते हैं।



প্রশ্নঃ আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে সাম্রাজ্যের স্বার্থ, উপনিবেশ বিস্তারের আগ্রহ বা জাতীয়তাবাদের আদর্শের সংস্পর্শ থাকতে পারে - ব্যাখ্যা করো।

উত্তরঃ আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে সাম্রাজ্য স্বার্থ, উপনিবেশ বিস্তারের আগ্রহ বা জাতীয়তাবাদের আদর্শের সংস্পর্শ থাকতে পারে একথা যে অমান্য করা অযৌক্তিক নয় তা নিম্নলিখিত ব্যাখ্যার মাধ্যমে প্রকাশিত করা হল ।

একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র আর একটি তুলনায় দুর্বল দেশ বা রাষ্ট্রের ওপর প্রভুত্ব বিস্তার করে তাকে নিজের দখলে আনার যে প্রক্রিয়া তাকেই বলা হয় সাম্রাজ্যবাদ । দুর্বল দেশটির জনগণ, সম্পদ - সবকিছুকেই শক্তিমান দেশ অথবা রাষ্ট্রটি নিজের প্রয়োজনে পরিচালনা করে। এর ফলে শক্তিমান যখন তার অধীন দুর্বলের ইতিহাস খুঁজতে যায় তখন দুর্বলের ইতিহাসকে খাটো করে দেখার প্রবণতা শুরু হয়, বলাও শুরু হয় দুর্বলই নয়, অসভ্যও, তাই তার কোনো ইতিহাসও নেই। কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস যখন খোঁজা শুরু হল তখন দেখা গেল যেভাবে ব্রিটিশরা বলে ভারতের ইতিহাস নেই, তা ঠিক নয়। ইতিহাস আছে, শুধু বিভিন্ন উপাদান থেকে তাকে চেহারা দিতে হবে।

ঔপনিবেশিকালের মূল কথা একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করা। ভারতের অর্থনীতি একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ মোতাবেক চলত। বাংলায় নীলচাষ করা হত ইংল্যান্ডের কাপড়কলের নীলের চাহিদা মাথায় রেখে। তাতে করে বাংলার ধান, পাট প্রভৃতি চাষ নষ্ট হত, ফলে বাংলায় অনাহার, দুর্ভিক্ষ দেখা দিত। এই যে ঔপনিবেশবাদের তত্ত্ব তা ভারতের ইতিহাসের উজ্জ্বল তত্ত্ব তা প্রমাণিত ও যথার্থ। 

আবার দেশের শিক্ষিত মানুষ যখন দেশের মধ্যেই অন্যান্য মানুষদের সাথে নিয়ে নিজেদের মতো করে নিজেদের দাবিগুলো নিয়ে কথা শুরু করলেন তখন প্রকট হল জাতীয়তাবাদী তত্ত্ব। ওইসব শিক্ষিত মানুষ যখন ইতিহাস চর্চা শুরু করলেন তখন বিভিন্ন ঘটনার অন্য বিশ্লেষণ হাজির হল। সাম্রাজ্যের স্বার্থের উল্টোদিকে দেশের চিন্তাও ইতিহাসে জায়গা পেতে শুরু করল । সিরাজ উদ-দৌলা নিরীহ ব্রিটিশ কর্মচারীদের হত্যা করেছেন বলে অভিযোগ তুলেছিলেন ব্রিটিশ ঐতিহাসিক । ভারতীয় ঐতিহাসিক অঙ্ক কষে, যুক্তি দিয়ে প্রমান করে দিলেন - সেই অভিযোগ মিথ্যা। ইতিহাসের মধ্যে প্রবেশ করল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশীয় তথা জাতীয়বাদী বিশ্লেষণের দ্বন্দ্ব।

উপরিউক্ত আলোচনা থেকে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে ইতিহাসের তথ্য, তত্ত্ব, ধারণার পাশাপাশি সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের দ্বন্দ্বের তত্ত্বও আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের সঙ্গে সম্পর্কিত।


অবশেষে, আমরা আশা করছি যে তোমরা সঠিক প্রশ্নের উত্তর পেতে সক্ষম হয়েছ। তোমরা আমাদের Youtube Channel-এ Visit করতে পারো, সেখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নের উত্তর PDF সহ দিয়ে থাকি।
Visit 👉 YouTube

যদি কারো সঠিক উত্তর পেতে কোনো রকমের অসুবিধা হয় সে আমাদের কমেন্ট করে জানাও।




0 comments:

Post a Comment

If you have any question, Please let me know.